প্রতিষ্ঠাতা ও সভাপতির বাণী




    এজন্য আমি আপনার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর ও আলোকোজ্জ্বল হবে আমাদের অক্লান্ত পরিশ্রম এবং আপনার আন্তরিক সহযোগিতার সমন্বয়ে। আপনি ইতোমধ্যেই জেনে থাকবেন যে, দারুল উলূম এমদাদীয়া মাদরাসা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি মুখাপেক্ষী নয় বরং সম্পূর্ণ নিজস্ব খরচ ও ছাত্রদের বেতনে পরিচালিত একটি আর্দশ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

   আপনার সন্তান কেন অন্যের দয়া ও অনুগ্রহে লেখাপড়া করবে? আপনার সেই আত্মমর্যাদাবোধ থেকেই আমাদের এই সিদ্ধান্ত। কিন্তু মাদরাসার লেখাপড়ার মানোন্নয়ন, সার্বিক বিষয়ের উন্নতি ও অগ্রগতির জন্য প্রয়োজনীয় আর্থিক স্বচ্ছলতার বিষয়টিও ফেলনা নয়। আপনি জেনে থাকবেন, আমাদের প্রতিষ্ঠানটি ভাড়ায় পরিচালিত। সে হিসেবে বাড়ী-ভাড়া, বিদ্যুৎ-বিল, গ্যাস বিল, শিক্ষক বেতন, বোডিং খরচ সহ রয়েছে বিভিন্ন খরচাদি, যা প্রতিমাসে আমাদের পরিশোধ করতে হয়। এসব কিছু বিবেচনা করে মাদরাসা কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে, প্রতিমাসের বেতন, চলতি মাসের ১২ তারিখের মধ্যেই পরিশোধ করতে হবে। এই সিদ্ধান্তে সমর্থন ব্যক্ত করে আশা করি আমাদের পথচলার স্বপ্নে সাথী হবেন।